STAY WITH US

এইচএসসি প্রিপারেশন আহ্বান গল্পের নোটস (PDF) বাংলা ১ম পত্র

 এইচএসসি প্রিপারেশন আহ্বান গল্পের নোটস (PDF) বাংলা ১ম পত্র




এইচএসসি আমার পথ গল্পের নোট

আহ্বান

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

লেখক পরিচিতি এইচএসসি আহ্বান গল্প

জন্ম পরিচয়:

১২ সেপ্টেম্বর ১৮৯৪ খ্রিস্টাব্দ মুরারিপুর গ্রাম (মামার বাড়িতে), চব্বিশ পরগনা পৈতৃক নিবাস: ব্যারাকপুর গ্রাম,চব্বিশ পরগনা পিতা: মহানন্দ বন্দ্যোপাধ্যায় মাতা: মৃণালিনী দেবী

 

শিক্ষাজীবন:

ম্যাট্রিক (১৯১৪), বনগ্রাম স্কুল আই.. (১৯১৬), কলকাতা রিপন কলেজবি.. (১৯১৮), কলকাতা রিপন কলেজ

 

শিক্ষকতা:

 

হুগলি জেলার জাঙ্গীপাড়া স্কুল, সোনারপুর হরিনাভি স্কুল, কলকাতা খেলাৎচন্দ্র মেমোরিয়াল স্কুল,ব্যারাকপুরের নিকটবর্তী গোপালরগর স্কুল

 

পুরস্কার:

ইছামতিউপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ

 

মৃত্যুবরণ:

সেপ্টেম্বর ১৯৫০ খ্রিস্টাব্দ ঘাটশিলায়

 

 

উপন্যাস:

পথের পাঁচালী (১৯২৯), অপরাজিত (১৯৩১), আরণ্যক (১৯৩৮), ইছামতি, দৃষ্টি প্রদীপ,আদর্শ হিন্দু হোটেল, দেবযান, অশনি সংকেত

 

ছোটগল্প:

মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, কিন্নর দল, জন্ম মৃত্যু, বিধুমাস্টার, মুখ মুখশ্রী

 

আত্মজীবনী:

তৃণাঙ্কুর ( ১৯৪৩

 

ভ্রমণকাহিনী:

অভিযাত্রিক (১৯৪০), স্মৃতি রেখা

 

আহ্বান গল্পের গুরুত্বপূর্ণ তথ্যাবলি : এইচএসসি আহ্বান গল্প

 লেখকের পৈতৃক বাড়ি যা ছিল ভেঙ্গে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে

 লেখকের বাবার পুরাতন বন্ধু গ্রামের চক্কোত্তি মশায়

 বললেন- এসো, এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হওউক্তিটিচক্কোত্তি মশায়ের

 সামান্য মাইনে পাইবলতে লেখক বুঝিয়েছেনবাড়ি-ঘর করার মতো যথেষ্ট বেতন লেখক পান না

 বুড়ির এক নাতজামাই আছে

 বুড়িএপাড়া-ওপাড়া যাতাম আসতাম নাবলতে বুঝিয়েছেবৃদ্ধার অতীতের সচ্ছলতার কথা ব্যক্ত হয়েছে

 চালাঘর তোলার জন্য চক্কোত্তি মশায় লেখককে খড়-বাঁশ দিতে চেয়েছিলেন

বুড়ি লেখককে গোপালবলে  ডাকত

 কথক বৃদ্ধাকে আমগাছের ছায়ায় দেখতে পান

 লেখক জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে তার খড়ের তৈরি নতুন ঘরে উঠলেন

* বুড়ি লেখকের জন্যহাজরা ব্যাটার বউ কাছ থেকে দুধ এনেছিল

 বুড়ি গোপালের জন্য দুটি কচি শসার জালি এনেছিল

* বুড়ি গোপালের জন্য বুনে রেখেছিলখাজুর পাতার চাটাই

* পুনরায় লেখক গ্রামে এলেন/ মাস পরে

 কাঁঠাল গাছের তলায় বসে বুড়ি আপন মনে বকে গেল

 গোপালসম্বোধনের প্রেক্ষিতে লেখক বুড়িকেমা-পিসিমাসাথে তুলনা করেন

 গ্রামে লেখক খুড়োমশায়ের বাড়িতে খাওয়া-দাওয়া করতেন

 হাজরা ব্যাটার বউধানভেনেজীবনযাপন করে

* বুড়ি একটি মাদুরের ওপর শুয়ে ছিল

 বুড়ির মাথায় একটি মলিন বালিশ ছিল

* লেখকের গলার স্বর একটু রুক্ষ হয়ে উঠেছিলদুধের দাম জিজ্ঞাসকালে

 বসতে দে কথাটি বুড়ি বলেন- দুইবার

* বুড়ির মৃত্যুর খবর লেখক প্রথম শুনলদিগম্বরীর কাছে

* আবেদালির ছেলের নামগনি

 শুকুর মিয়া লেখককে বুড়ির কবরে মাটি দিতে বলে

 আহ্বানগল্পে দুই জন জোয়ান ছেলে কবর খুঁড়েছিল

 খাও কোথায় হ্যাঁ বাবা? ‘উক্তিটি বুড়ির

 স্নেহের দান এমন করা ঠিক হয়নিউক্তিটিলেখকের

 

 আহ্বানগল্পে উল্লেখকৃত ফলের নামআম, কাঁঠাল, পাতি লেবু, কাচ কলা, শসা

 বাবু কবে এসেছেনউক্তিটি হাজরা ব্যাটার বউ

 ওমা আজই তুমি এলে? উক্তিটিদিগম্বরীর (পরও সর্দারের বউ)

 আহ্বানগল্পে উল্লেখকৃত তরকারির নামধান কুমড়ো

 আহ্বানগল্পে উল্লেখকৃত চরিত্রের নামখুড়োমশায়, জমির করাতি, বুড়ি, দিগম্বরী,গনি, আব্দুল, নসর আবেদালি, শুকুর মিয়া, হাজরা ব্যাটার বউ

 আহ্বানগল্পে উল্লেখকৃত মাসের নামআশ্বিন জ্যৈষ্ঠ

 আহ্বানগল্পে উল্লেখকৃত স্থানের নামকলকাতা





Post a Comment

0 Comments