এসএসসি পুনঃনিরীক্ষার আবেদন শুরু : বিস্তারিত জানুন
এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে (১০ জুলাই ) । পুনঃনিরীক্ষার আবেদন শুরু ১১ জুলাই থেকে শেষ হবে ১৭ জুলাই ।
আপনাদের যাদের এসএসসি পরীক্ষায় ফেল এসেছে বা কম নম্বর পেয়েছেন কিন্তু আপনাদের বিশ্বাস আছে পাশ করবেন বা বেশি নম্বার পাবেন তারা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারেন ।
কাদের আবেদন করা উচিত
যাদের ফেল এসেছে
প্রত্যাশার চেয়ে কম নম্বর পেয়েছেন
যারা ২-১ বিষয়ে কম নম্বর পেয়েছেন
যারা ২-১ নম্বরের জন্য ফেল করেছেন
আবেদন করতে কি কি লাগবে
এসএসসি রোল
যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ের বিষয় কোড
একটি মোবাইল
একটি টেলিটক সিম
প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ১১ জুলাই ২০২৫ই
আবেদণ শেষ: ১৭ জুলাই ২০২৫ ইং
কিভাবে আবেদন করবেন
RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন— RSC DHA 123456 ১০১,১০২।
0 Comments