এইচএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ (PDF)
এইচএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত
সাজেশন ২০২৫
ক-বিভাগ: ব্যাকরণ (৩০ নম্বর)
১. (ক) উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ :
নদী, প্রশ্ন, পদ্য, ধার্য, নক্ষত্র, অলি, শ্রদ্ধাস্পদ, শ্রবণ, শ্রম।
২. (ক) বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের দু’টি নিয়ম লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :
কুপমণ্ডূক, উপরোক্ত, মুহূর্মুহু, প্রোজ্জলন, পিপিলীকা, দিবারাত্রি, সুষ্ট, স্টেডিয়াম।
৩. (ক) বিশেষ্য কাকে বলে? বিশেষ্যের শ্রেণিবিভাগ উদাহারণসহ লিখ।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর :
i) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ii) হঠাৎ সে দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে।
iii) কেউ কেউ ঘটনাটা সত্য বলে জানে।
iv) যেমন কর্ম তেমন ফল।
v) কে এই আগন্তুক?
vi) ডাক্তার এসে দেখেন যে রোগী মারা গেছে।
vii) আপনার যাত্রা শুভ হোক।
viii) ভালো করে লেখাপড়া করো।
৪. (ক) উপসর্গ কাকে বলে? বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কী?
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :
কালান্তর, ঈগল পাখি, কর্ণফুলি, গণ্যমান্য, ওষ্ঠাধর, চৌমুহনী, মায়ে-ঝিয়ে, নাতিদীর্ঘ।
৫. (ক) বাক্য বলতে কী বোঝ? একটি সার্থক বাক্য গঠনে কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি) :
i) সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। (যৌগিক)
ii) জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক)
iii) তুমি যা বললে তা অসত্য। (সরল)
iv) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
v) আমি আশায় রইলাম। (অস্তিবাচক)
vi) সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)
vii) সে সুন্দর গান গায়। (বিস্ময়সূচক)
viii) সে আর ভিক্ষা করে না। (প্রশ্নবোধক)
৬. (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ :
i) ‘গীতাঞ্জলী’ রবিন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
ii) সব পাখিরা উড়ে গেল।
iii) তার দু’চোখ অশ্রুজলে ভেসে গেল।
vi) অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন।
v) বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে।
vi) তাহারা মাঠে খেলা করছে।
vii) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
viii) পাতায় পাতায় পড়ে শিশির নিশির।
অথবা,
(খ) অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর :
উন্নতশীল বাংলাদেশের এক অসহায় কৃষক সফিক। দারিদ্রতা তার নিত্য সঙ্গী। অহোরাত্রি পরিশ্রম করেও অধীন সকল সদস্যবৃন্দের মুখে খাদ্য তুলে দিতে সে অক্ষম।
খ-বিভাগ: নির্মিতি (৭০ নম্বর)
৭. (ক) যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ :
Query:
Latitude; Theory; Zone; Zoom; Transparency; Autonomous; Axis; Bacteria; Boycott;
Green House; Green Room; Guard.
অথবা,
(খ) বাংলায় অনুবাদ কর :
Shaheed
Minar is the symbol of our love and sincerity for the supreme sacrifice of our
language martyrs. It is located in front of Dhaka Medical College.
Hamidur-Rahman, a famous architect designed this significant monument. Its
vertical lines symbolize the manifestations of inner strength. The four columns
on both sides of the central structure reflect the balance and harmony of
united stand. Today, it has become a part of our political as well as cultural
achievement and national source of inspiration.
৮. (ক) লঞ্চডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখ।
অথবা,
(খ) তোমার দেখা একটি গ্রামীণ মেলা নিয়ে একটি প্রতিবেদন রচনা কর।
৯. (ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ই-মেইল প্রেরণ কর।
অথবা,
(খ) স্টোর কিপার পদে চাকরির জন্য একটি আবেদনপত্র রচনা কর।
১০. (ক) সারাংশ লেখ :
সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার- এসবের নিশান উড়ানোই এদের কাজ।
অথবা,
(খ) ভাব-সম্প্রসারণ কর :
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।
১১. (ক) ‘নিরাপদ সড়ক চাই’ বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।
অথবা,
(খ) নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর।
আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা স্বাধীনতার ৪৮ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বাসে ও….
১২. যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখ :
(ক) স্বদেশপ্রেম,
(খ) শ্রমের মর্যাদা,
(গ) মহান একুশে ফেব্রুয়ারি,
0 Comments